সর্বশেষ :

নাটোরে র‌্যাবের হাতে ৭ জন মাদক সেবী আটক


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২১ । ২:২৯ অপরাহ্ণ
নাটোরে র‌্যাবের হাতে ৭ জন মাদক সেবী আটক

রিয়াজুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ

নাটোরের সদর থানাধীন এনএস কলেজ মাঠ এলাকায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫ এর সিপিসি-২ (নাটোর) অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ৭ জনকে আটক করেছে ।

সূত্রে জানাযায়, আটকৃত মাদক সেবী ও ব্যবসায়ী নাটোরের সদর উপজেলার পন্ডিতগ্রামরে মোকছেদ আলীর ছেলে আল আমিন (১৯), সিংড়াদহ’র মৃত কছের উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৩৮), করোটা’র রফিকুল ইসলামের ছেলে আব্দুল করিম (২৭), টুনিসাধুপাড়া’র জলিল পাটোয়ারীর ছেলে আসাদুল ইসলাম (১৯), ফুলবাগান’র আবুল কালাম আজাদের ছেলে হোসেন আলী (২৪), আলাইপুরের আবুল কালাম আজাদ কালু’র ছেলে মশগুল হোসেন (৩৮), জংলীর মোড়ের মৃত জান মোহাম্মদের ছেলে বজলুল (৪৫) দের একটি দলের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল ২৯ মার্র্চ রাতে অভিযান চালিয়ে ০৪ (চার) গ্রাম গাঁজা ও মাদক সেবনের কাজে ব্যবহিত ০৩ টি মেমোরীকাড ও গ্যাস লাই, ০৫টি মোবাইল ও ৭টি সীমকার্ড সহ হাতেনাতে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতে এসে উল্লিখিত স্থানে একত্রিত হয়ে মাদক সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।পরে জব্দকৃত গাঁজা ও আলামত সহ তার বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে, বলে র‌্যাবের কোম্পানী কমান্ডার (ভারঃ) এ.এস.পি মাসুদ রানা নিশ্চিত করেন।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।