মিজানুর রহমান মিলন, বগুড়া :
এবার জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে চোরাই গাড়ি উদ্ধার করলো শাজাহানপুর থানা পুলিশ। গত ২৮ মার্চ বুধবার শাজাহানপুর থানার এস আই আঃ রহমান সঙ্গীয় ফোর্স সহ জরুরি ডিউটি করাকালীন রাত ০২.৩০ ঘটিকায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পান যে, ঢাকা উত্তরা থেকে ভাড়া করে নিয়ে এসে বগুড়া জেলার শেরপুর থানা এলাকায় ড্রাইভারকে মারপিট করে কার থেকে নামিয়ে দিয়ে প্রাইভেট কারটি ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় শাজাহানপুর থানার মাঝিড়া মাছের আড়তের সামনে পৌছামাত্র গাড়ির মালিক ড্রাইভারের মাধ্যমে জানতে পেরে গাড়িটি ডিভাইসের মাধ্যমে লক করে দেন। তখন ছিনতাইকারীরা প্রাইভেট কারটি ঐ স্থানে ফেলে পালিয়ে যায়। উক্ত সংবাদের ভিত্তিতে বিষয়টি থানার অফিসার ইনচার্জকে অবহিত করে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করেন। গত ২৯ মার্চ বৃহস্পতিবার গাড়িটি প্রকৃত মালিকের নিকট জিডিমূলে হস্তান্তর করা হয়।প্রাইভেট কারের মালিক কারটি পেয়ে খুব খুশি। প্রাইভেট কারের মালিক কারটি নিয়ে যাওয়ার সময় ধন্যবাদ জানান বাংলাদেশ পুলিশকে, ধন্যবাদ জানান শাজাহানপুর থানা পুলিশকে।প্রাইভেট কারটি উদ্ধার করতে পেরে এস আই আব্দুর রহমান খুব উচ্ছাস প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :