সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে উদ্যোক্তা মেলা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২১ । ১২:২১ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে উদ্যোক্তা মেলা

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ

মুজিবশতবর্ষ ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী শুরু হয়েছে উদ্যোক্তা মেলা। জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকাননে ঘেরা বঙ্গবন্ধু মঞ্চে এ মেলা শুরু হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ। সেখানে শতভাগ দেশীয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা।

এসময় তিনি বলেন, ভিন্ন চিন্তাধারায় যারা নিজের স্বপ্নকে বাস্তবায়ন করে জীবিকা নির্বাহ ও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার সিদ্ধান্ত নিয়ে নিজের ব্যবসা গড়ে তুলেছেন এমনি ব্যক্তিদের উদ্যোগকে সকলের সামনে উপস্থাপন করতে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। যেসব শিক্ষিত যুবকরা কর্মহীন ও চাকুরী পাচ্ছে না, তারা নতুন নতুন উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান নিজে তৈরী এবং অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। এ মেলাটি যেমন সার্থক হবে, তেমনি উদ্যোক্তা সৃষ্টির মধ্যদিয়ে উন্নয়নের নতুন দিগন্ত দ্বার উন্মোচিত হবে।

এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাকিউল ইসলাম প্রমুখ। পরে, প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় মোট ৩০টি স্টল রয়েছে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১