ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ
মুজিবশতবর্ষ ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী শুরু হয়েছে উদ্যোক্তা মেলা। জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকাননে ঘেরা বঙ্গবন্ধু মঞ্চে এ মেলা শুরু হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ। সেখানে শতভাগ দেশীয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা।
এসময় তিনি বলেন, ভিন্ন চিন্তাধারায় যারা নিজের স্বপ্নকে বাস্তবায়ন করে জীবিকা নির্বাহ ও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার সিদ্ধান্ত নিয়ে নিজের ব্যবসা গড়ে তুলেছেন এমনি ব্যক্তিদের উদ্যোগকে সকলের সামনে উপস্থাপন করতে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। যেসব শিক্ষিত যুবকরা কর্মহীন ও চাকুরী পাচ্ছে না, তারা নতুন নতুন উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান নিজে তৈরী এবং অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। এ মেলাটি যেমন সার্থক হবে, তেমনি উদ্যোক্তা সৃষ্টির মধ্যদিয়ে উন্নয়নের নতুন দিগন্ত দ্বার উন্মোচিত হবে।
এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাকিউল ইসলাম প্রমুখ। পরে, প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় মোট ৩০টি স্টল রয়েছে।
আপনার মতামত লিখুন :