সিংড়ায় গাছের সাথে বেঁধে গায়ে ময়দা, ডিম, রং ও ময়লা মাখিয়ে জন্মদিন পালন


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২১ । ১১:০১ অপরাহ্ণ
সিংড়ায় গাছের সাথে বেঁধে গায়ে ময়দা, ডিম, রং  ও ময়লা মাখিয়ে জন্মদিন পালন

রিয়াজুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে অনেকটা ব্যতিক্রমী কায়দায় এক বন্ধুর ১৭ তম জন্মদিন পালন করলো অপর ৬ বন্ধু। রবিবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।

নাটোরের সিংড়া উপজেলার দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র আরাফাত হোসেনের জন্মদিন পালন করতে একই শ্রেণীর অপর ৬ বন্ধু তাকে উপজেলা চত্বরের সামনে একটি গাছের সাথে বেঁধে আরাফাতের সমস্ত শরীরে ময়দা, ডিম, রং ও ময়লা মাখিয়ে ব্যতিক্রমী জন্মদিন পালন করে ৬ বন্ধু হৃদয়, শাকিল, ইরান, সোহান, মাহিন ও সিহাব। বন্ধুর জন্মদিন স্মরনীয় করে রাখতে এ ব্যতিক্রমী উদ্যোগ বলে জানায় জন্মদিন পালনকারী বন্ধু ইরান।

তবে বিষয়টিকে স্বাভাবিকভাবে নেননি সচেতন নাগরিক ও অভিভাবক মহল।ফারহানা ফ্লোরা নামে একজন অভিভাবক জানান, এটা মজা না, সামাজিক অবক্ষয়। এদেরকে এখই থামাতে হবে।মেহেদি হাসান ও মাজেদুর রহমান নামের দুজন ব্যক্তি বলেন, এহেন কর্মকান্ড প্রমাণ করে সুস্থ মস্তিস্কের বড়ই অভাব। এসব নোংরামি বন্ধ করা উচিত।

সাংবাদিক ও মানবাধিকার কর্মী এনামুল হক বাদশা বলেন, এ ধরনের কর্মকান্ড অত্যন্ত দুঃখজনক। এটা চরম সামাজিক ও নৈতিক অবক্ষয়। এহেন কর্মকান্ড থেকে নতুন প্রজন্মকে বিরত থাকতে হবে। তবেই সম্ভব সুন্দর, শিক্ষিত সমাজ গড়ে তোলা।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।