সর্বশেষ :

আখাউড়া স্থলবন্দরে আমদানী- রপ্তানী বন্ধ


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২১ । ৯:০০ অপরাহ্ণ
আখাউড়া স্থলবন্দরে আমদানী- রপ্তানী বন্ধ

বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া:

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

ফলে আজ শুক্রবার সকাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী কোনো ট্রাক আসা-যাওয়া করবে না। তবে দেশের পাসপোর্টধারীদের পারাপার স্বাভাবিক রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের আমদাদি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা গত ২৩ মার্চ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বন্ধের বিষয়টি ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের নিশ্চিত করেন।

আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ সম্পর্কে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, শনিবার (২৭ মার্চ) থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম যথারীতি চালু থাকবে। তবে এ সময়ে কাস্টম ইমিগ্রেশন বিভাগে আসা-যাওয়া করা দুই দেশের যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।