আখতার রহমান. রাজশাহীঃ
রাজশাহীর বাঘায় ১৬০ পিচ ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব -৫। মঙ্গলবার বিকেলে বাঘা সীমান্ত আলাইপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-উপজেলার আলাইপুর গ্রামের শওকত আলীর ছেলে রুবেল হোসেন (২৮), আশরাফ আলীর ছেলে আব্দুল বারী (৩০), মহদিপুর গ্রামের ইসরাইল হোসেনের ছেলে পলাশ হোসেন (২৯)। গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র্যাব -৫ এর বিশেষ অভিযান চালিয়ে ৩ জন মাদক ব্যবসায়ীকে ১৬০ পিচ ইয়াবাসহ আটক করে। এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুল বারি জানান, আটক ৩ জনকে অভিযুক্ত করে রাজশাহী র্যাব -৫ এর পক্ষ থেকে থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।
আপনার মতামত লিখুন :