সর্বশেষ :

দেশে করোনা আক্রান্তের নতুন রেকর্ড, মৃত্যু ৩৪


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২১ । ১০:৪১ অপরাহ্ণ
দেশে করোনা আক্রান্তের নতুন রেকর্ড, মৃত্যু ৩৪

নিজস্ব প্রতিবেদকঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭৯৭ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ২৫ জনের।

এদিন নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো তিন হাজার ৫৮৭ জনের দেহে। যা গত সাড়ে ৯ মাসের মধ্যে নতুন রেকর্ড। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৫ লাখ ৮৪ হাজার ৩৯৫ জন করোনা রোগী। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল ৩ হাজার ৫৬৭ জন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৪৫টি নমুনা পরীক্ষা করা হয়। একদিন শনাক্তের হার ১৩.২৬ শতাংশ।

এদিন সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯৮৫ জন করোনা রোগী। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৮৯৪ জন। দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সুত্রঃ ডেইলি বাংলাদেশ

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১