বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়াঃ
২৫শে মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মাণবাড়িয়ার আখাউড়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূরে আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া।
এই সময় ২৫ শে মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হওয়া সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ও তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
আলোচনা সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, সহকারী কমিশনার ভুমি সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম, উপজেলা মুক্তিযুদ্ধার সাবেক কমান্ডার জামসেদ শাহ, যুব লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল প্রমুখ।
আপনার মতামত লিখুন :