রিয়াজুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুরে টাকা ও স্বার্ণালঙ্কারের জন্য মাকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করেছে আপন মেয়ে ববি খাতুন। উপজেলার পৌর সদরের উত্তর নারিবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এঘটনায় মেয়ে ববিকে আটক করেছে পুলিশ। নিহত মোছাঃ সেলিনা বেগম (৪৫) উত্তর-নারীবাড়ী গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। মঙ্গলবার দুপুরে নাটোরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস বিফিং এসব তথ্য জানান পুলিশ।
পুলিশ জানায়, সোমবার সকালে ববি তার মায়ের কাছে তার স্বামীর জন্য মোটর সাইকেল কিনে দেওয়ার জন্য ১ লাখ টাকা দাবি করেন। এবিষয় নিয়ে মা-মেয়ের মধ্যে ঝগড়া-বিবাদ সৃষ্টি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকাল ৪টার দিকে ব্লেড দিয়ে মায়ের গলা কেটে হত্যাকরে মেয়ে ববি। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসা বাদে ববি স্বীকার করেছে বলে জানান। স্বামীকে মোটর সাইকেল দেওয়ার দাবি পূরণ না হওয়া বাড়ীতে একা পেয়ে ইমাকে খুন করা হয়েছে বলে দাবি পুলিশের।
নিহতের স্বামী নজরুল ইসলাম জানান, চাকুরীর কারনে প্রতিদিনের মত সোমবার সকালে কাজে চলে যান। তার ছোট মেয়ে ববি বাসায় ছিল। সোমবার সন্ধার পুর্বে তিনি ফোনে হত্যার খবর জানতে পারেন। ববি আমার বাড়ীর ভাড়াটিয়া শিরিন শিলাকে নিয়ে কৌশলে কাপড় কিনতে পাশের দোকানে যায়। বাজার থেকে ফিরে এসে কে বা কারা তার মাকে খুন করেছে বলে নাটক সাজিয়ে কান্নাকাটি শুরুকরে আমার ভাইদের নাম বলতে থাকেন।
সিংড়া-গুরুদাসপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিল আকতার জানান, নিহত সেলিনার ছোট মেয়ে ববির অসঙ্গতি পূর্ন কথাবার্তা বলায় তার প্রতিসন্দে ও হওয়ায় তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে শুরু করা হয়। ববির পরিহিত বিভিন্ন কাপড়-চোপর ধৌত করার জন্য বালতিতে রাখায় সন্দেও আরও ঘনীভূত হয়। জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে ববি হত্যার কথা স্বীকার করে। এসময় পুলিশ তাদেও বাড়িতে তল্লাশি চালিয়ে ববির ভ্যানেটি ব্যাগ হতে ৯ ভরি সোনা, নগদ ১৬ হাজার ৭৬০ টাকাপায়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিনার ছোট মেয়ে ববি তার মাকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছে। স্বামীকে মোটরসাইকেল দেওয়ার দাবি পূরণ না হওয়ায় ওই হত্যার ঘটনা ঘটেছে। নিহত সেলিনার বড়ভাই সুলতান আহমেদ খান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :