ছাতকে ট্রাক চাঁপায় পথচারী যুবকের মর্মান্তিক মৃত্যু


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২১ । ১১:২৯ অপরাহ্ণ
ছাতকে ট্রাক চাঁপায় পথচারী যুবকের মর্মান্তিক মৃত্যু

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে ট্রাক চাঁপায় আবু বক্কর (২১) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পূর্ব সুহিতপুর গ্রাম সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পল্লী বিদ্যুৎ ছাতক জোনাল অফিস গোবিন্দগঞ্জে বিল পরিশোধ করতে আসেন ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরজ্ঞাতি গ্রামের ধনু মিয়ার ছেলে আবু বক্কর। গাড়ি থেকে নেমে যুবকটি পায়ে হেটে বিদ্যুৎ অফিসে যাচ্ছিলেন। এসময় ট্রাকের সাথে বাঁধা অবস্থায় সড়ক উন্নয়নের কাজে ব্যবহৃত বিটুমিন ভর্তি চলন্ত গাড়িটি হঠাৎ ছিঁটকে উল্টে গেলে পথচারী ওই যুবকটি ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে সড়কের জয়কলস বদিরগাঁওস্থ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। দূর্ঘটনা কবলিত (সিলেট-ন-১১-০২২৪) ট্রাকটিও জব্দ করেছে পুলিশ। দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ইনচার্জ মকসুদ আহমেদ। তিনি বলেন ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।