নূরে আলম জিকু, শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুররের নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় সরকারী জায়গায় নির্মিত প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। রোববার নড়িয়া থানা পুলিশের সহায়তায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল ইসলাম জানান, এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বারবার বলা হয়েছে। কিন্তু অবৈধ দখলদাররা বিষয়টি গুরুত্ব দেননি। অভিযানকালে ভোজেশ্বর এলাকার সড়কের উপর ও সরকারী খালের উপর নির্মিত ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আগামীতেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :