সর্বশেষ :

শরীয়তপুরের নড়িয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ২২, ২০২১ । ১:০৬ অপরাহ্ণ
শরীয়তপুরের নড়িয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

নূরে আলম জিকু, শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুররের নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় সরকারী জায়গায় নির্মিত প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। রোববার নড়িয়া থানা পুলিশের সহায়তায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল ইসলাম জানান, এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বারবার বলা হয়েছে। কিন্তু অবৈধ দখলদাররা বিষয়টি গুরুত্ব দেননি। অভিযানকালে ভোজেশ্বর এলাকার সড়কের উপর ও সরকারী খালের উপর নির্মিত ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আগামীতেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।