শাহাদত হোসেন, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
চোরে না মানে বলে ধর্মের বাণী, তার বাস্তব নজির দেখা গেল বগুড়ার শেরপুর উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের বাহিরের লাইটগুলো ভেঙ্গে আলো বন্ধ করে সাউন্ড সিস্টেম ও টাকা চুরি করেছে। ২০ মার্চ (শনিবার ) দিবাগত রাত্রীতে শেরপুর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে এ চুরির ঘটনা ঘটে। জানাযায়, প্রতিদিনের ন্যায় এশার নামাজ শেষে মোয়াজ্জেম আশরাফ আলী মসজিদে তালাদিয়ে বাড়িতে যায়। রাতের কোন এক সময় চোরেরা হানা দিয়ে ব্যাপক তান্ডব চালিয়ে বাহিরের বাল্ব ভাঙা সহ ক্ষয়ক্ষতি করে মসজিদের তালা না ভেঙে কৌশলে মসজিদে ঢুকে। এবং সাউন্ড সিস্টেম সেট, দানবক্স ভেঙে টাকা , আলমারির তালা ভেঙ্গে টাকা নিয়ে যায়।
মসজিদের খাদেম আশরাফ আলীর জানান, ভোররাতে ফজরের আজান দেওয়ার জন্য মসজিদের প্রবেশ করতে গিয়ে দেখেন মসজিদের চারপাশের বাল্ব গুলো বন্ধ, ভেতরে ঢুকতে গিয়ে দেখেন মসজিদের উত্তর পাশে উপজেলা গেটের সামনের দরজা খোলা। তখন ভেতরে প্রবেশ করে দেখেন মসজিদের ভেতরে সবকিছুই লন্ডভন্ড।
আজান দিতে গিয়ে দেখেন সাউন্ড সিস্টেম সেটটি নেই। পরে মসজিদের পেশ ইমাম মোঃ আইয়ুব আলী সহ অন্যান্য মুসুল্লিগণ মসজিদে প্রবেশ করলে তাদেরকে বিষয়টি অবগত করে। তারা সকলে মসজিদ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও সাধারণ সম্পাদক খাদ্য অধিদপ্তর অফিসার সেকেন্দার রবিউল ইসলামকে বিষয়টি অবগত করেন।
এ বিষয়ে শেরপুর থানার এসআই ও পুলিশ ফাঁড়ির (দায়িত্ব প্রাপ্ত) ইনচার্জ সাম্মাক জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, চোরকে ধরতে চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :