রিয়াজুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
সারা দেশের মত নাটোরেও মাস্ক বিতরণ শুরু করেছে নাটোর জেলা পুলিশ। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকায় বিভিন্ন পেশাজীবি মানুষের মাঝে মাস্ক বিতরনের উদ্বোধন করেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহসিন, নাটোর পৌর মেযর উমা চৌধুরী জলিসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।
এ সময় পুলিশ সুপার বলেন, নতুন করে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এই করোনা ভাইরাস প্রতিরোধে নাটোর পুলিশ সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থেকে কাজ করেছে। নাটোরে ৭টি উপজেলায় মোট ৭০ হাজার মাস্ক বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :