সর্বশেষ :

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্রাক কর্মী মৃত্যু


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ২১, ২০২১ । ১০:২৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্রাক কর্মী মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় রেহেনা আক্তার (৩২)নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার সকালে কিশোরগঞ্জ-বড়ভিটা সড়কের বাজেডুমরিয়া নয়াবাড়ি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ওই গৃহবধূ সদর ইউনিয়নের কেশবা কলেজপাড়া গ্রামের মনোয়ার হোসেন বাবু’র স্ত্রী ও জলঢাকা উপজেলা ব্র্যাকের ক্যাডিট অফিসার।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্বামীর মোটরসাইকেলের পেছনে চড়ে রেহেনা আক্তার তার কর্মস্থল জলঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে নয়াবাড়ি নামক
স্থানে রাস্তার পাশের্ব থাকা একটি গরুর বাচ্চা মোটরসাইকলের হর্ণ শুনে লাফ দিয়ে চালকের সামনে আসে।

ওই বাছুরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক মনোয়ার ও তার স্ত্রী ছিটকে রাস্তায় পড়ে গুরুত্বর আহত হন। এসময় ঘটনাস্থলেই এঁড়ে গরুর বাছুরটি মারা যায়। পরে গুরুত্বর আহত অবস্থায় ওই গৃহবধূকে রংপুর মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ সড়ক দুর্ঘটনায় ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।