সাইফুল ইসলাম, বেতাগী প্রতিনিধি:
করোনাভাইরাস মোকাবিলায় বেতাগী থানা পুলিশের উদ্যোগে পৌরশহরে সচেতনতামূলক আলোচনাসভা, শোভাযাত্রা ও জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
রোববার বেলা ১১ টা থেকে দিনব্যাপী ‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পৌরশহরের মুক্তিযোদ্ধা চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র এবিএম গোলাম কবির, প্যানেল মেয়র এ.বি.এম মাসুদুর রহমান,পৌর আ’লীগের সাধারন সম্পাদক হাদিসুর রহমান পান্না। কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সাংবিাদিকবৃন্দ।
ওসি কাজী সাখাওয়াত হোসেন বলেন, এখনও মহামারি শেষ হয়নি। করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণ হচ্ছে স্বাস্থ্যবিধি না মানা। শুধু মাস্ক পরলেই হবে না, সাবানপানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস করতে হবে। দ্বিতীয় ধাপে করোনা মোকাবেলায় উপজেলার সাতটি ইউনিয়নে বেতাগী থানার উদ্যোগে মাস্ক বিতরণ করা হচ্ছে। এর পর পৌরশহরের বিভিন্ন সড়কে সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। এ সময় উপজেলা শহরে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি শহরের বিভিন্ন সড়কে মাইকে সচেতনামূলক প্রচারণা চালানো হয়।
আপনার মতামত লিখুন :