সর্বশেষ :

রোয়াংছড়িতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনে অভিযোগে গ্রেফতার-০১


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ২০, ২০২১ । ১১:৫৯ পূর্বাহ্ণ
রোয়াংছড়িতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনে অভিযোগে গ্রেফতার-০১

আকাশ মার্মা মংসিং, বান্দরবানঃ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে হ্লাথুই খিয়াং (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, চলতি মাসের ১ তারিখে হাটের দিন হওয়ায় ভিকটিমের মা বাজার করতে গেলে পাশ্ববর্তী হ্লাথুই খিয়াং প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে। পরে ধর্ষণের ঘটনা জানাজানি হলে সামাজিক নিয়ম অনুযায়ি একটি শুকর দিয়ে ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দেয়া হয় এবং নাম মাত্র জরিমানা করে অপরাধীকে ছেড়ে দেওয়া হয় সামাজিক বিচার এর মাধ্যমে।

এদিকে ভিকটিম প্রায় ১৫ দিন পল্লী চিকিৎসকের দ্বারা চিকিৎসা করে ভাল না হওয়ায় গত ১৬ তারিখে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে ভিকটিম কিশোরী বান্দরবান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। পরবর্তীতে ভিকটিমের মামা কিশোরীটি ভালো না হওয়ায় হ্লাথুই খিয়াং (৫০) এর নামে রোয়াংছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করলে বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.তৌহিদ কবীরে নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

পরে ১৯ মার্চ (শুক্রবার) বিকেলে বান্দরবান বিশেষ আদালতে আসামীকে তোলা হলে আদালত আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে।

রোয়াংছড়ি থানার ওসি তদন্ত মোহাম্মদ মনির হোসেন জানান,ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আদালতে তোলা হয়েছে এবং তার বিরুদ্ধে রোয়াংছড়ি থানার নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে,আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।