এম.আমিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, বঙ্গবন্ধু শুধু বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা ছিলেন না, তিনি ছিলেন বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের আস্থার প্রতীক। বঙ্গবন্ধু তার জীবন-যৌবনের অধিকাংশ সময় বাঙ্গালী জাতির অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে ব্যয় করেছেন। ৭১’রে বঙ্গবন্ধুর ডাকে এদেশের জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশেকে শত্রুমুক্ত করেছিলো।বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী জন্মজয়ন্তী অনুষ্ঠানে শুক্রবার বিকেলে উপজেলার চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শয়লাহাট স্কুল মাঠে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক প্রভাষক আবুল হাসান এর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ এ্যাড, মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান।
আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বশির আহমেদ খান, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের রোগতত্ব বিভাগের চেয়ারম্যান ডক্টর আব্দুল আজিজ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম, চালুয়াহাটি ইউনিয়ন আ,লীগের সাবেক সভাপতি আমির আলী খান, সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, চালুয়াহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, ঝাঁপা ইউনিয়ন চেয়ারম্যান সামছুল হক মন্টু, শ্যামকুড় ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি এম এম ইমরান খান পান্না, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা,মশ্নিম নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি দীপংকর, হরিহরনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, চালুয়াহাটী ইউনিয়ন যুবলীগ নেতা ইউনুস আলী প্রমুখ।
আপনার মতামত লিখুন :