বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় যোগ দেয়া নতুন অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান শুক্রবার সকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সেবার ধরণ পাল্টাতে অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় ওসি বলেন, ‘টাকা নিয়ে সেবা দিতে হবে এমন অবস্থা কোনোভাবেই হতে দেয়া যাবে না। মানুষ যেন পুলিশের সর্বোচ্চ সেবাটা পায় সেটা নিশ্চিত করা হবে।’
মাদক পাচার সম্পর্কে তিনি বলেন, ‘এ অবস্থা থেকে উত্তরণের পথ বের করতে হবে।’ প্রয়োজনে মাদক ব্যবসায়িদেরকে বিকল্প আয়ের ব্যবস্থা করে দেয়ার বিষয়েও আরোকপাত করেন তিনি।
থানার সভা কক্ষে হওয়া মত বিনিময়ে বক্তব্য রাখেন, আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো. মানিক মিয়া, সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বাবু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আব্দুল মমিন বাবুল, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক জালাল হোসেন মামুন, মো. আবীর, শফিকুল ইসলাম, মহিউদ্দিন মিশু প্রমুখ। সাংবাদিকরা এ সময় পেশাগত।দায়িত্ব পালনে ওসির সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :