সাইফুল ইসলাম,বেতাগী প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, দোয়া মোনাজাত, কেক কাটা, মিষ্টি বিতরণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, ফ্রি চিকিৎসা , শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত ভিডিও প্রদর্শন, সাংস্কুতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীনের সভপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি ছিলেন বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, ভাইস চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম পিন্টু, বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু। আলেচনায় অংশ গ্রহণ করেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সিকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার ও বেতাগী প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম মন্টু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :