সর্বশেষ :

বরগুনার আমতলীতে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থীসহ নিহত-০২


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২১ । ১:০৪ অপরাহ্ণ
বরগুনার আমতলীতে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থীসহ নিহত-০২

মো: জাফর খান, বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক চেয়ারম্যান প্রার্থীসহ দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে আমতলী উপজেলার মহিষকাটা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, বরিশালের মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. তৌফিক শিকদার (৪০) ও কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক তুহিন মৃধা (৩৫)।

এ সময় আরও দুজন গুরুতর আহত হন। এদের মধ্যে প্রাইভেটকারে থাকা মো. আনোয়ারুল হকের (সাগর) অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো- গ ২৯-৬৩৪১) বরিশালের মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওবায়দুল শিকদারের ছেলে ও ওই ইউনিয়নের (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী মো. তৌফিক শিকদার (৪০) কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক তুহিন মৃধা (৩৫) ও অপর এক আরোহী ব্যবসায়ী মো. আনোয়ারুল হক (সাগর) পটুয়াখালী যাচ্ছিলেন।

পটুয়াখালী-কুয়াকাটা সড়কের মহিষকাটা বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছালে প্রাইভেটকারটি একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মো. তৌফিক ও আরোহী তুহিন মৃধা নিহত হন। গুরুতর আহত হন প্রাইভেটকারের অপর আরোহী আনোয়ারুল হক সাগর।

সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রাইভেটকার থেকে মরদেহগুলো বের করে আনেন এবং গুরুতর আহত ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ দুর্ঘটনার কারণে ওই সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। গুরুতর আহত এক ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।