মোঃ সোহেল রানা, লৌহজং প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ জেলা লৌহজং উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আজ বুধবার সকাল ১২ঘটিকায় আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কেক কেটে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আনন্দ শোভাযাত্রা করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিরাজ মৃধা, সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান ও বিএম শোয়েবসহ মোহাম্মদ তোফাজ্জল হোসেন তপন,বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার মহিউদ্দিন বাবুল মুন্সীর সভাপতিত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন :