মোঃ আরিফ হোসেন, লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়৷ দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আনন্দ র্যালী, বঙ্গবন্ধু ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুরাইয়া আক্তার শিউলী, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহমেদ, ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদ হোসেন ভূইয়া, ভোলাকোট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল হোসেন চৌধুরী, চন্ডিপুর ইউনিয়ন চেয়ারম্যান কামাল ভূইয়া, দরবেশপুর ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান, ভাটরা ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অাবুল হোসেন মিঠু, নোয়াগাও ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ হোসেন রানা, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ভূইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর, সাধারন সম্পাদক আফরোজা আক্তার, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন মোস্তান, সাধারন সম্পাদক কাউছার হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ শামসু, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, কর্মচারী ও উপজেলা অাওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী,সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন৷ অত্যান্ত আনন্দ ও উৎসবমুখর পরি্বেশের মধ্যদিয়ে দিনটি উদযাপন করা হয়৷
আপনার মতামত লিখুন :