মোঃ রকিব উদ্দিন চৌধুরী,খাগড়াছড়ি প্রতিনিধি:
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের জন্য একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ এবং সুন্দর আগামীর প্রত্যাশার মধ্যদিয়ে আজ (১৭ মার্চ) বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারা দেশের ন্যায় তাইন্দং উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর একশতম জন্মদিন পালিত হয়েছে।
আলোচনা সভায় আজকের বিশেষ এই দিনটিকে সামনে রেখে বঙ্গবন্ধুর ইতিহাসের কিছুসংখ্যক বক্তব্য রাখে পরীক্ষার্থী ছাত্র/ছাত্রীদের মধ্য জাতির পিতার জন্মদিনটি সফল ভাবে উদযানের মধ্যদিয়ে সারাদিন ব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন স্কুল মাদ্রাসাসহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান । এছাড়াও বিভিন্ন সামজিক ও রাজনৈতিক সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে আজ ১৭ মার্চ বুধবার সকাল ৯টায় বিদ্যালয়ের মাঠ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে শুরু হয় ছাত্র/ছাত্রীদের মেধা বিকাশের সমাবেশ।
ছাত্র/ছাত্রীদের মেধা বিকাশের সমাবেশ শেষে পুরস্কার বিতরণী ও জাতির জনকের জন্ম দিন উপলক্ষ্যে উপস্থিত ছাত্র/ছাত্রীদের ও সুধীজনদের নিয়ে মিষ্টান্ন ভোজনের মধ্যদিয়ে জন্ম দিনের উৎসব করা হয়। উৎসবটি বাস্তবায়ন করেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম।
এরপর দুপুর ১টায় বিদ্যালয়ের হল রুমে শুরু হয় বঙ্গবন্ধুর জীবনাদর্শ ভিত্তিক আলোচনা সভা ও সাংস্কৃতিক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাইন্দং উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম(এম.এ.বি.এড)এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,সিনিয়র শিক্ষক মোঃ নূর নবী,ক্রীড়া.সিনিয়র শিক্ষক তাজুল ইসলাম,ইসলামিয়াত সিনিয়র শিক্ষক মোঃ শাহজান,শাহজাহান কবির,নন্দপাল চাকমা,মোঃ মাকছুদুর রহমান,মোঃ আব্দুল মন্নান,মোঃখলিলুর রহমান,মোঃ কামাল হোসেন,মোঃ আনোয়ার হোসেন আলোচনায় অংশ গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :