আখাউড়ার সড়কে দাঁপিয়ে বেড়ালো পাঁচ শতাধিক দৌঁড়বিদ


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২১ । ১০:৩৭ পূর্বাহ্ণ
আখাউড়ার সড়কে দাঁপিয়ে বেড়ালো পাঁচ শতাধিক দৌঁড়বিদ

বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়াঃ

সূর্য তখনো পুর্ব আকাশে উঁকি দেয় নি। উপজেলা পরিষদ মাঠে শারিরিক কসরত। মাঝে মাঝে কসরতদের চিৎকারে ভোরের ঠান্ডা যেন একটু দূরেই চলে যায়। বুধবার ভোর সাড়ে পাঁচটায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে এ চিত্র চোখে পড়ে। সেখানে পাঁচ শতাধিক প্রতিযোগি প্রস্তুত হচ্ছিলেন হাফ ম্যারাথনে অংশ নিতে।

সকাল ছয়টায় ম্যারাথনের উদ্বোধন করেন আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল। এ সময় আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম, কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের সহকারি অধ্যাপক মো. মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন বাবুল, যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল প্রমুখ উপস্থিত।

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকি উপলক্ষে কুমিল্লাস্থ আখাউড়া ছাত্র কল্যান পরিষদ এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে দুইটি গ্রুপ ২১ ও ১০ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন। সাত সকালে শত শত দৌঁড়বিদের পায়ের দাঁপানোয় আখাউড়ার মানুষের ঘুম ভাঙ্গে। এতে ২০ বছর বয়সি যুবক থেকে শুরু করে ৬১ বছর বয়সিরাও অংশ নেন। ম্যারাথনকে কেন্দ্র করে আখাউড়ায় উৎসবের আমেজ বিরাজ করে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।