সর্বশেষ :

রাজশাহী তানোরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত-পাইলট দুই জন আশঙ্কামুক্ত


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২১ । ৬:০৯ অপরাহ্ণ
রাজশাহী তানোরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত-পাইলট দুই জন আশঙ্কামুক্ত

সোহেল রানা, তানোর প্রতিনিধিঃ

রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামের জমির মাঠে একটি আলুর ক্ষেতে প্রশিক্ষণ বিমান জরুরী অবতরণ করেছেন। যান্ত্রিক ক্রুটির কারণে আজ মঙ্গলবার আনুমানিক বেলা ২:৩০ মিনিটের দিকে এস টু এ জিজি প্রশিক্ষণ বিমানটি জরুরী অবতরণের সময় আচড়ে পড়ে।

এ সময় বিমানটি উল্টে গিয়ে দুইজন পাইলট সামান্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় বলে জানা গেছে। শিক্ষানবিশ পাইলট নাহিদ ও মাহফুজ রহমান টেনার প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত।

খবর পেয়ে দমকল কর্মী ও পুলিশ গিয়ে উদ্ধার অভিযান চালায়। অবতরণের সময় বিমানের সামনের চাকা ভেঙ্গে গিয়ে উল্টে যায় বলে দমকল কর্মী ও তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল জানিয়েছেন। স্থানীয় প্রতিনিধি তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব লুৎফর হায়দার রশিদ ময়না ও তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাসেম ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে এই বিমান দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন গ্রাম থেকে হাজারো মানুষের ঢল নামে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।