সাইফুল ইসলাম, বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে সদর ইউনিয়নে নজরুল ইসলামেন মনোনয়ন বাতিল। সোমবার (১৫ মার্চ) বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া কতৃক সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
গত শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বেতাগীর ৭ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন চুড়ান্ত করা হয়। সেই তালিকায় বেতাগী সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নের তালিকায় ছিলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।
পরবর্তীতে সোমবার (১৫ মার্চ) মনোনয়ন বোর্ডের দ্বিতীয় সভায় নজরুল ইসলামের বিরুদ্ধে মাদকের মামলার অভিযোগ থাকায় তার নাম কর্তন করে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির খলিফাকে নতুনভাবে আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করা হয়। তবে প্রতিবেদন করার সময় পর্যন্ত আওয়ামী লীগের অফিসিয়াল ভেরিফাইড পেজ ও ওয়েবসাইট থেকে পূর্বের নাম কর্তন করে নতুন নাম সংযোজন করা হয়নি।
উল্লেখ্য যে, গত বছরের ১২ জুলাই রোববার বরগুনায় ইয়াবা সেবনকালে উপজেলা আওয়ামী লীগের দুই নেতাসহ তাকে আটক করে পুলিশ। উক্ত অভিযোগে তাকে ইউপি চেয়ারম্যান পদ থেকেও সাময়িক ভাবে বরখাস্ত করা হয়ে ছিল।
এ বিষয়ে জানতে চাইলে বেতাগী উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সাথে কথা বললে তারা কেউ এ ব্যাপারে কোন বক্তব্য দিতে অনিচ্ছা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :