মোজাম্মেল হোসেন রিয়াজ, চাটখিল:
প্রায় ৪ কোটি টাকা (৩ কোটি ৮০ লাখ টাকা) দেনা নিয়ে অভিষেক হয়েছে দেশের প্রথম শ্রেণির পৌরসভা চাটখিলের মেয়র নিজাম উদ্দিন ভিপির।এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি সদ্য হওয়া মেয়র মোহাম্মদ উল্যাহর কাছ খেকে দ্বায়িত্বভার গ্রহন করেন। মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন,চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, উপজেলা আ,লীগ সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর,কাউন্সিলর মজিবুর রহমান নান্টু, সালেহ আহমেদ সুমন প্রমূখ।
এ সময়ে উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু,ইউপি চেয়ারম্যান এস এম বাকী বিল্লাহ,সৈয়দ মাহমুদ হোসেন তরুন, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর, সাধারন সম্পাদক কামরুল কানন সহ সাংবাদিক রাজনৈতিবীদ উপস্থিত ছিলেন।
পরে পৌরসভার সচিব আলতাফ হোসেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিগত দিনের পৌরসভার আয় ব্যায়ের হিসাব তুলে ধরেন এবং পৌরসভা ৩ কোটি ৮০ লাখ টাকা দেনা রয়েছে বলে জানান।
আপনার মতামত লিখুন :