রিয়াজুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রাম থানাধীন ধামানিয়া গ্রামস্থ দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসার সামনে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫ এর সিপিসি-২ (নাটোর) অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ মনিরুল ইসলাম (৩৭) ও আইয়ুব আলী (৪৫) দ্বয়কে আটক করেছে ।
সূত্রে জানাযায়, আটকৃত মাদক ব্যবসায়ী মনিরুল সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঈশ্বরপুর মধ্যপাড়া গ্রামের মৃত আবু বক্কার প্রামানিক ছেলে ও অপর মাদক ব্যবসায়ী আইয়ুব মৃত বাদল প্রামানিক ছেলে। মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল ১৫ মার্চ রাতে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ মনিরুল ও আইয়ুব দ্বয়কে মাদক ব্যবসার কাজে ব্যবহিত ২টি মোবাইল,৪টি সীমকার্ড,একটি মেমোরীকার্ড ও শপিং ব্যাগ সহ হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত আলামত গাঁজা সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
পরে জব্দকৃত গাঁজা ও আলামত সহ তার বিরুদ্ধে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় মামলা রুজু করা হয়েছে, বলে র্যাবের কোম্পানী কমান্ডার (ভারঃ) এ.এস.পি মাসুদ রানা নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন :