রাসেল শেখ, বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে শাহীন মিয়া (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী খুন হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার হালুকাইদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহীন মিয়া (১৬) ধলিপাড়া এলাকার সোহাগের ছেলে। নানার বাড়ী থেকে পাবুরিয়াচালা এলাকায় পাবুরিয়াচালা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতো।
নিহতের স্বজনরা জানান, শাহিন গতরাতে তার বন্ধুদের সাথে পার্শ্ববর্তী গ্রাম হালুকাইদ একটি মসজিদে ওয়াজ মাহফিলে যায়। সেখান থেকে গভীর রাতে বাসায় ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে মাদক ব্যবসায়ী স্থানীয় শামসুল হকের ছেলে সজিব সহ কয়েক জন মিলে শাহিনের পথরোধ করে। পরে তারা শাহীনকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।
শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
আপনার মতামত লিখুন :