কুষ্টিয়ায় নারী সাংবাদিকের উপর হামলাকারীর বিরুদ্ধে মামলা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২১ । ৫:৩৪ অপরাহ্ণ
কুষ্টিয়ায় নারী সাংবাদিকের উপর হামলাকারীর বিরুদ্ধে মামলা

এইচ এম বেলাল, কুষ্টিয়া ব্যুরো প্রধানঃ

কুষ্টিয়া পু্লিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং শেষে পু্লিশ সুপারের স্থান ত্যাগের পর যমুনা টেলিভিশনের প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালন এক নারী সাংবাদিকের উপর হামলা করে। এসময় কেপিসির সভাপতি, সাধারন সম্পাদকের নেতৃত্বে প্রথম সারির মুলধারার সাংবাদিকরা ঐ নারী সাংবাদিককে হামলার হাত থেকে রক্ষা করে। এ সময় লালন ঐ সাংবাদিক নেতাদের উপরও চড়াও হয়।

পুলিশের মধ্যস্থতায় নিবৃত হয়ে পু্লিশ লাইন থেকে বেরিয়ে লালন মাস্কপরা ৩/৪ জন দুর্বৃত্ত কে নিয়ে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকে। ঐ নারী সাংবাদিক তার কর্মস্থলে যাওয়ার পথে আবার রাস্তার গতিরোধ করে। নানা অশালীন কথাবার্তা ও অশোভন আচরন করলে নারী সাংবাদিকের আর্ত চিৎকারে আশেপাশের লোকজন এবং পথচারীরা ছুটে এলে তারা পালিয়ে যায়। এ বিষয়ে দীর্ঘ শুনানী অন্তে আজ কুষ্টিয়ার নারী ও শিশু আদালতের বিশেষ ট্রাইব্যুনালে বিজ্ঞ বিচারক বিষয়টি আমলে নিয়ে পিবিআইয়ের পু্লিশ সুপারকে তদন্তের নির্দেশ দেন। মামলা নং ৪৬/২১।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।