সর্বশেষ :

এবার পুত্র সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২১ । ১:৪৬ অপরাহ্ণ
এবার পুত্র সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদকঃ

তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন সেটি আগেই জানিয়েছিলেন সাকিব আল হাসান। সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে আগেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেন তিনি। অবশেষে আজ এ অলরাউন্ডারের পরিবার দিল সুখবর। ছেলে সন্তানের বাবা হয়েছেন সাকিব।

যুক্তরাষ্ট্রের সময় গতকাল সকালে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোলজুড়ে আসে তাদের তৃতীয় সন্তান। সাকিবের পারিবারিক সূত্র সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

নবজাতক এবং সাকিবের স্ত্রী—দুজনই সুস্থ আছেন। সাকিব বর্তমানে পরিবারের সঙ্গেই আছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি।

এরআগে চলতি বছরের জানুয়ারির শুরুর দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব জানিয়েছিলেন,তৃতীয় সন্তান আসছে, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

এদিকে গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় সন্তানের বাবা হয়েছিলেন সাকিব। মেয়ের নাম রাখেন এরাম হাসান। তারও আগে ২০১৫ সালে প্রথম সন্তান আলাইনার জন্ম হয়েছিল।

দৈনিক ভোরের চেতনা /নিউজ ডেস্ক

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।