আলী আজীম, বিশেষ প্রতিনিধি:
শুল্ক কর ফাঁকি দিয়ে সমুদ্র পথে আসা প্রায় ১৮ কোটি ৬১ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি আটক করেছে কোস্ট গার্ড বাহিনী পশ্চিম জোন। গত শুক্রবার(১২মার্চ) রাতে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি দল মোংলার হারবারিয়ার চরাপুটিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করে।সোমবার(১৫মার্চ) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,গত শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি বেইজ মোংলা কর্তৃক মোংলার হারবারিয়ার চরাপুটিয়া খাল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ট্রলার থেকে এসব পণ্য আটক করা হয়। অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি দল অবৈধ শাড়ি বোঝাইকৃত ট্রলারটি ছেড়ে পালিয়ে যায়। এরপর ওই ট্রলার থেকে ১৪ হাজার ৩৭৭পিস বিদেশি শাড়ি, ১হাজার ৩০৩ পিস লেহেঙ্গা,৩৯৬ পিস থ্রি-পিছ এবং ৪৭৫ জোড়া জুতা জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জব্দ মালামাল ও ট্রলারটি আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। এসব মালামালের আনুমানিক দাম ১৮ কোটি ৬০ লক্ষ ৮৪ হাজার ২৫০ টাকা। খুলনাসহ তৎসংলগ্ন এলাকায় অবৈধ বিদেশি কাপড়ের চোরাচালানি রোধ কল্পে বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা এলাকা সমূহে কোস্ট গার্ড পশ্চিম জোন কর্ত্ক টহল জোরদার করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ,জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা,ডাকাতি দমন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশী মালামাল প্রবেশ রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং আগামীতেও থাকবে।
আপনার মতামত লিখুন :