সর্বশেষ :

জামালপুরে বৃদ্ধ পিতাকে হত্যার দায়ে পুত্রের ফাসিঁ


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২১ । ৭:৫৯ পূর্বাহ্ণ
জামালপুরে বৃদ্ধ পিতাকে হত্যার দায়ে পুত্রের ফাসিঁ

এমরান হোসেন ,জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরে বৃদ্ধ পিতাকে হত্যার দায়ে পুত্র সবুজ মিয়াকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত গতকাল রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: জুলফিকার আলী খান এক জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষনা করেন। একই দিন অপর এক শিশু ধর্ষণ মামলার রায়ের এক যুবকে যাবজ্জীন সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

মামলার রায়ে বলা হয়েছে, জামালপুর সদরের দক্ষিন কৈডোলা গ্রামের ইমান আলীর সাথে তার পুত্র সবুজ মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই জের ধরে ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি সবুজ মিয়া তার গ্রামের একটি মাদ্রাসার সামনে বাবা ইমান আলীকে ব্যাপক মারধর করে। গুরুত্বর আহত ইমান আলীকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এই ঘটনায় নিহতের বড় ছেলে বাদল মিয়া বাদি হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নিস্পত্তির জন্য আদালতে প্রেরণ করা ১৭জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে সবুজকে মৃত্যুদন্ডাদেশ এবং ৫০ হাজার টাকা জরিমানার রায় ঘোষনা করেন বিজ্ঞ বিচারক।

একই দিন দুপুরে বকশীগঞ্জের উঠানো পাড়ায় ২০১৫ সালে কিশোরী ধর্ষন মামলায় নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল কোর্টে তাকিউল হাসান উদয় নামে এক যুবককে যাবজ্জীবন ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন আদালতের বিজ্ঞ বিচারক এম আলী আহমেদ।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।