এ আর আহমেদ হোসাইন, কুমিল্লাঃ
কুমিল্লার গৌরিপুরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এতে আরও দগ্ধ হয়েছেন আটারো জন, এদের মধ্যে থেকে গুরুতর আহতদের ৯ জনকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে পাঠানো হয়েছে, বাকী ৯ জনকে গৌরিপুর হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ও দাউকান্দি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার
ফয়েজ আহমেদ বলেন ঢাকা থেকে মতলব গামী মতলব এক্সপ্রেক্স বাসের ব্যাটারী শর্ট সার্কটের কারনে ওই দুর্ঘটা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিটের প্রধান ফয়েজ আহমেদ ও তার সংঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে হাজির হয়ে প্রায় ৪৫ মিনিট চেস্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রন এনে উদ্ধার কাজ করেন।
আপনার মতামত লিখুন :