সর্বশেষ :

তালতলী হ্যন্ডলিং শ্রমিক ইউনিয়ন নির্বাচন : বিজয়ী হলেন যারা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ১২, ২০২১ । ৫:১৪ অপরাহ্ণ
তালতলী হ্যন্ডলিং শ্রমিক ইউনিয়ন নির্বাচন : বিজয়ী হলেন যারা

হাফিজুর রহমান, তালতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলী হ্যন্ডলিং শ্রমিক ইউনিয়নের বার্ষিক নির্বাচন উৎসব মুখুর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়ছে।

শুক্রবার (১২ মার্চ)সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে ১টা ২০ মিনিটে ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার আবু সিদ্দিক।

দুইটি পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। মোট ভোটার সংখ্যাং ১৩৫ ভোট কাস্ট হয়েছে ১৩১ পরিত্যক্ত হয়েছে সভাপতি পদের ৫ টি ও কার্যকরী সদস্য পদে ২ টি।

নির্বাচনে সভাপতি পদে হুক প্রতীক নিয়ে ৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ হেলাল ভুইয়া। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী মোঃ কায়সার মোল্লা পেয়েছেন ৪৫টি ভোট।

এ ছাড়া কার্যকরী সদস্য পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন ২জন প্রার্থী। বিজয়ী প্রার্থীদের মধ্যে জাহাঙ্গীর মিয়া উড়োজাহাজ প্রতিক নিয়ে ৭০ ভোট পেয়ে ১ম হয়েছেন। এবং ২য় হয়েছেন মোঃশানু মিয়া বাল্ব প্রতিক নিয়ে পেয়েছেন ৫০ ভোট।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন। সহ সভাপতি পদে আঃ মান্নান হাওলাদার সাধারণ সম্পাদক পদে শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মোঃ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সুলতান, প্রচার সম্পাদক পদে আঃ রহমান।

এদিকে ফলাফল ঘোষনার পরে প্রধান নির্বাচন কমিশনার আবু ছিদ্দিক সহকারী কমিশনার মোঃ হাফিজ আল মামুন ও আঃ মজিদ জোমাদ্দার বলেন, শুক্র বার সকাল ৮টা থেকে দুপুর ১ পর্যন্ত সুষ্টু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তিনি নির্বাচনে সহযোগীদতরা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।