আল-আমিন, ক্রাইম রিপোর্টার বগুড়াঃ
বগুড়া সোনাতলা থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজার নেতৃত্বে পুলিশ ফোর্স অভিযান চালিয়ে এনামুল হক (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
উপজেলার মধুপুর গ্রামের মফিজুলের বাড়ীর সামনে জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর অটোভ্যান থেকে তাকে ৫০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এনামুল মধুপুর ইউনিয়নের হাঁসরাজ গ্রামের মৃত আঙ্গুর শেখের ছেলে।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ মার্চ মঙ্গলবার দুপুর ১২টায় থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, এসআই ইয়ামিন আলী, শফিকুল ইসলাম শফিক, আমিনুল ইসলাম, এরশাদ ও নুর-মোহাম্মদ সহ পুলিশ ফোর্স অভিযান চালিয়ে ইয়াবা সহ এনামুলকে হাতে-নাতে গ্রেফতার করে। মাদক আইনে মামলা দিয়ে তাকে ওই দিনই জেল-হাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা।
এ ব্যাপারে ওসি রেজাউল করিম রেজা জানান, ঘটনাস্থলে ২০০ পিচ বাদামী রংয়ের ইয়াবা সহ মাদক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। থানায় আনার পর কৌশলে জিজ্ঞাসাবাদে তার পায়ে থাকা বার্মিস সেন্ডেলের ভিতর অভিনব কায়দায় রাখা আরো ৩০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত অভিনব ফন্দি আটছে, পুলিশও মাঠে কঠোর পরিশ্রম করছে। সুতরাং কোন ব্যক্তি মাদকের সাথে জড়িত হলে তাকে আইনের আওতায় না আসার কোন সুযোগ নেই।
আপনার মতামত লিখুন :