সর্বশেষ :

কেরানীগঞ্জের কলাতিয়ায় তীব্র গ্যাস সংকট চরম ভোগান্তিতে এলাকাবাসী


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ১০, ২০২১ । ৫:০৭ অপরাহ্ণ
কেরানীগঞ্জের কলাতিয়ায় তীব্র গ্যাস সংকট চরম ভোগান্তিতে এলাকাবাসী

শিপন উদ্দিন, ভ্রাম্যমান প্রতিনিধি:

কেরানীগঞ্জে কলাতিয়ায় গ্যাস সংকটের কারনে জ্বলছে না চুলা। সারাদিন গ্যাস নেই বললেই চলে। গ্যাস সংকটের কারনে আনেকেই ব্যবহার করছে সিলিন্ডার গ্যাস। রাত ১০টায় গ্যাস আসলে ও তা ভোট ৫টার আগেই চলে যায়। কলাতিয়া ইউনিয়নের নাজিরপুর. সমশেরপুর, মুন্সিনন্দা. আকছাইল. বেলনা.কোটিবাড়ী. তালেপুর গ্রামের জনগন গ্যাস সংকটের কারনে চরম ভোগান্তিতে পড়েছে। আধিকাংশ এলাকায় দিনের বেলায় থাকছে না গ্যাসের চাপ। যাতে বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস ব্যবহার করে রান্নাবান্নার কাজ সারতে হচ্ছে।

এলাকাবাসীকে একদিনে সিলিন্ডার গ্যাসের পাশাপাশি পরিশোধ করতে হচ্ছে গ্যাসে বিলও। গ্যাস সংকটের কারনে সাধারন জনগন আতিষ্ঠ হয়ে পড়েছে। চন্দন সরকার নামে এক ব্যক্তি বলে পুরো শীতে এত তীব্র গ্যাস সংকট দেখলাম। আর এখনতো গ্যাস সংকটের কারনে দিনের বেলায় রান্না বসানোই যাচ্ছে না। বাধ্য হয়ে আমাদের সিলিন্ডার গ্যাসে রান্না করতে হচ্ছে। এতে প্রতিমাসে গুনতে হচ্ছে বাড়তি খরচ। এই গ্যাস সমস্যা সমাধানের জন্য আমরা এলাকাবাসী অতিদূত কার্যকারী ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত আনুরোধ জানাচ্ছি।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।