কসবায় ছাত্রলীগের উদ্যোগে আইনমন্ত্রীর ভাইয়ের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ১০, ২০২১ । ৪:২৭ অপরাহ্ণ
কসবায় ছাত্রলীগের উদ্যোগে আইনমন্ত্রীর ভাইয়ের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রী আনিসুল হক এমপির ছোট ভাই আরিফুল হক রনি ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ সকালে কসবা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মিলাদ সহ দোয়া অনুষ্ঠিত হয়।

মরহুম আরিফুল হক রনি ২০১৭ সালের ১০ মার্চ শনিবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় যুক্তরাষ্ট্রের ডালাসের হাসপাতালে এই দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৬ বছর। তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ,দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে চিরবিদায় নিয়েছেন।
মরহুম আরিফুল হক রনির পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন । আরিফুল হক রনির ৪র্থ মৃত্যু বার্ষিকীতে উপজেলা ছাত্রলীগের কার্যালয়ে কসবা উপজেলা ছাত্রলীগ মিলাদ সহ দোয়ার আয়োজন করেন।
কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমনের পরিচালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি প্রমুখ ব্যক্তি বর্গরা অংশ গ্রহণ করেন।

কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী আজখারুল ইসলাম, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন,কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া রগু, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম, হারুনুর রশীদ ঢালী, পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রগু মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি শওকত আলী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রতন সরকার, কসবা টি আলী কলেজ ছাত্রলীগের সভাপতি শফিউর রহমান সাগর ও সাধারণ সম্পাদক সাইমন চৌধুরী সহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মরহুম আরিফুল হক রনির বড় ভাই আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আইনজীবী মরহুম সিরাজুল হক ।

পরিবারের আপনজনদেরকে হারিয়ে কসবা আখাউড়ার জনগণের ভালোবাসা নিয়ে আজও বেঁচে আছেন আইনমন্ত্রী আনিসুল হক। মরহুম আরিফুল হক রনির আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন কসবা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আবদুল হান্নান।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।