সর্বশেষ :

মণিরামপুরে বোনকে হত্যার দায়ে ভাই আব্দুর রহিমের মৃত্যুদণ্ড


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ৯, ২০২১ । ২:৩৫ অপরাহ্ণ
মণিরামপুরে বোনকে হত্যার দায়ে  ভাই আব্দুর রহিমের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

যশোর মণিরামপুরের খেদাপাড়ার গৃহবধূ বৃদ্ধা নুরজাহান বেগমকে হত্যার দায়ে ভাই আব্দুর রহিমকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে একটি আদালত। সোমবার অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক এমএ হামিদ এক রায়ে এ দণ্ডাদেশ দিয়েছেন। আব্দুর রহিম বিজয়রামপুর গ্রামের মৃত এনায়েত আলী মোড়লের ছেলে। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেছেন অতিরিক্ত পিপি আবু সেলিম রানা ও আসামি পক্ষে আদালত কতৃক নিয়োজিত আইনজীবী আহাদ আলী লস্কর।

মামলার অভিযোগে জানা গেছে, পৈত্রিক সম্পত্তি নিয়ে আব্দুর রহিমের সাথে ভাই আব্দুর রহিমের বিরোধ চলছিল। ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি সকালে নুরজাহান বেগম ও তার স্বামী আলাউদ্দিন মোড়ল বিজয়রামপুর গ্রামে তার পিতার বাড়ি বেড়াতে যান। এদিন দুপুরের পর ভাই আব্দুর রহিমের সাথে জমিজমা নিয়ে কথাকাটাকাটির এক পর্যালে আব্দুর রহিম তার বোন নুরজাহানকে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহতের ছেলে খেদাপাড়া গ্রামের জিল্লুর রহমান বাদী হয়ে মণিরামপুর থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্ত সূত্রে জানা গেছে, নুরজাহানের পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি তার ভাই আব্দুর রহিম ভোগ করত। এ নিয়ে আব্দুর রহিমের সাথে তার বিরোধ চলছিল। নুরজাহান তার নামে মামলা করে। এ মামলায় দুই মাস জেলে ছিল আব্দুর রহিম। ১৯ ফেব্রুয়ারি দুপুরের পর জমি নিয়ে কথাবলার সময় নুরজাহানের সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুর রহিম তার বোন নুরজাহানকে গাছিদা দিয়ে কুপিয়ে হত্যা করে। আব্দুর রহিম বোনকে হত্যা করার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়।

এ মামলার তদন্ত শেষে আটক আসামি দেয়া তথ্য ও স্বাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় তদন্তকারী কর্মকর্তা এসআই নবুয়াত হোসেন আদালতে চার্জশিট জমা দেন।

দীর্ঘ স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি আব্দুর রহিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম কারাগারে আটক আছে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।