মোঃ লোকমান রাসেল, ক্রাইম রিপোর্টার শার্শাঃ
যশোরের শার্শা উপজেলার রাড়ীপুকুরিয়া গ্রামে রাসেল ইসলাম (২৪) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে প্রতিপক্ষ। আহত রাসেল রাড়ীপুকুরিয়া (ময়না বটতলা) গ্রামের আজগর আলীর পুত্র। রবিবার (৭ই মার্চ) সকাল ১১টার দিকে এঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায় রাসেলের স্ত্রী স্বজনী বলেন বেশ কিছু দিন আগে আগে রাড়ীপুকুরিয়া গ্রামের আমজাদ নাইটগার্ডের ছেলে আল-আমিন আমার স্বামী রাসেলকে দোকান না খোলার জন্য হুমকি দেয়। কিন্তু তার হুমকি না শুনে আজ সকালে আমার স্বামী প্রতিদিনের মতো ময়না বটতলা এলাকায় তার নিজের মুরগীর দোকান খুলে ব্যবসা করছিল। এসময় আল-আমিন হঠাৎ মুরগীর দোকানে এসে মাংস কাটা কোপা দিয়ে রাসেলের শরীরে বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। এতে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয় এবং আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্বজনরা রাসেলকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। ডারা আরোও জানান হয়রানির উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে তারা মিথ্যা মামলা দিয়েছে।
আল-আমিন এর চাচা আজিবর রহমান বলেন, আমার ছেলের বৌয়ের সাথে রাসেলের ছোট ভাই রায়হানের পরকীয়া সম্পর্কের একটা অভিযোগ আছে। এনিয়ে উভয় পরিবারের মধ্যে সর্ম্পকের অবনতি হতে থাকে। তারই জের ধরে আমার ভাইপো আল-আমিন মুরগী ব্যবসায়ী রাসেলকে কুপিয়ে জখম করে।
এবিষয়ে শার্শা থানার তদন্ত অফিসার তারিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, এব্যাপারে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :