আকাশ মার্মা, মংসিং বান্দরবানঃ
বান্দরবানে বিশেষ অভিযানে পলাতক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে । গত ৭ ই মার্চ রবিবার ভোরবেলা কুহালং ইউনিয়নের ঘুংরু মধ্য পাড়ায় অভিযান চালিয়ে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম চৌধুরী মহোদয়ের নেতৃত্বে এসআই মোহাম্মদ আবদুল আজিজ, এএসআই ইসমাইল, এএসআই নাজমুল ও সঙ্গীয়ফোর্স সহ বান্দরবান সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক ০৩ জন আসামীকে গ্রেফতার করেন।
এ বিষয়ে বান্দরবান সদর থানার দায়িত্বরত এস আই মোঃ আব্দুল আজিজের সাথে কথা বললে, তিনি জানান বর্তমানে গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং আইনগত সকল প্রক্রিয়া চলমান রয়েছে। ভবিষ্যতেও বান্দরবানকে অপরাধমুক্ত রাখতে বান্দরবান পুলিশের পক্ষ থেকে সকল রকম প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এজন্য বান্দরবান পুলিশ সদা তৎপর ।
আপনার মতামত লিখুন :