নবীগঞ্জে প্রাইভেটকার-বাসের সংঘর্ষ, ২০ জন যাত্রী আহত


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ৮, ২০২১ । ১২:১৯ অপরাহ্ণ
নবীগঞ্জে প্রাইভেটকার-বাসের সংঘর্ষ, ২০ জন যাত্রী আহত

মোঃ সমরাজ মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামক স্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। রবিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজারে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে

আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন সিলেট, মৌলভীবাজার ও নবীগঞ্জ হাসপাতালে প্রেরণ করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজারে সড়ক দুর্ঘটনা হয়। আহতদের মধ্যে প্রাইভেট কার (মাইক্রো) চালক এর অবস্থা আশংঙ্কাজনক। আহত মাইক্রো চালক ওসমানী নগরের কলারাই গ্রামের এরশাদ আলীর পুত্র মো. সুজন মিয়া (২৩)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ের সাব-ইন্সেপেক্টর মো. সফিকুল ইসলাম জানান, প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো গ-১৭১৪৮৭) ঢাকা থেকে সিলেট আসার পথ্যি মধ্যে মডেল বাজার নামক স্থানে সিলেট থেকে কুমিল্লা যাওয়ার পথে কুমিল্লা ট্রান্সপোর্ট (ঢাকা মেট্রো ব-১১৪১৩৩) বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। বাসটি নিয়ন্ত্রন হারিয়ে জমিতে পরে যায়। ঘটনার খবর পেয়ে হাইওয়ের থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় আহত ২০ জনের মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গিয়েছে বলে জানিয়েছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ।।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।