জামালপুরে একটি তক্ষকসহ দুইজন আটক


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ৮, ২০২১ । ১২:১০ অপরাহ্ণ
জামালপুরে একটি তক্ষকসহ দুইজন আটক

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের লোনদহ গ্রাম থেকে একটি তক্ষক ও দুইজনকে আটক করেছে র‌্যাব-১৪।আটককৃত আবুল কালাম আজাদ লোনদগ গ্রামের ছাবেদ আলীর ছেলে ও আনছার আলী বীর গোবিন্দবাড়ি গ্রামের সেকান্দর আলীর ছেলে।

রোববার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-১৪,সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে লোনদহ গ্রামের আলী হোসেনের চা দোকানের সামনে অভিযান চালিয়ে একটি তক্ষক সহ আবুল কালাম আজাদ ও আনছার আলীকে আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও আট হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে তক্ষক চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন বলে স্বীকার করেছেন।এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের ও আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।