আখাউড়ায় প্রেম ঘটিত কারণে যুবক কে ছুরিকাঘাতে হত্যা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ৮, ২০২১ । ১২:০৩ অপরাহ্ণ
আখাউড়ায় প্রেম ঘটিত কারণে যুবক কে ছুরিকাঘাতে হত্যা

বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার দেবগ্রামে প্রেম সংক্রান্ত ঘটনার জের ধরে মোঃ রাজু ওরফে রাজন (২০) নামে এক যুবক কে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার(৭মার্চ) দিনগত রাত সাড়ে ৯ টার সময় পৌরসভার ৭ নং ওয়ার্ড দেবগ্রামের( বালুচূরা) উত্তর পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ রাজনের মরদেহ উদ্ধার করে জেলা সদর মর্গে পাঠিয়েছে।
নিহত রাজনের পালিত পিতার নাম মোঃ আলমগীর হোসেন। তারা স্বপরিবারে অত্র এলাকা দূলাল মোল্লার বাড়িতে ভাড়ায় থাকেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জন নারী পুরুষ কে আটক করেছে পুলিশ।

প্রত্যাক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯ টার সময় একই এলাকার বালুচূরা পাড়ার শেখ রেজাউল করিমের বাড়ির ভাড়াটিয়া মোঃ সাইদুল ইসলামের পুত্র মোঃ শুভ (২১) নামে এক যুবক প্রেম ঘটিত কারণে রাজন কে ছুরিকাঘাত করলে সে মারাত্মকভাবে আহত হন। পরে তার চিৎকারে অন্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে৷ প্রথমে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে রাজন মারা যান। স্থানীয়রা আরো বলেন, এলাকার জাহের মিয়ার স্কুল পড়ুয়া মেয়ের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে জয়নাল খাঁ এর বিবাহিত ছেলে মোঃ রাসেল খাঁ এর সাথে। এ ঘটনার সুত্র ধরে এর আগে উভয়পক্ষের সাথে বাকবিতন্ডা হয়। ঘাতক শুভ এর বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার রওয়া গ্রামে।

এবিষয়ে যোগাযোগ করা হলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রসুল আহমেদ নিজামী বলেন,খবর পেয়ে রাজনের মরদেহ উদ্ধার করে জেলা সদর হসপিটালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রফতারের চেষ্টা চলছে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।