বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
‘করোনাকালে নারী নেতৃত্ব-গড়বো নতুন সমতার বিশ্ব’ এ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাসেম ভূইয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক আরা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, যুব উন্নয়ন কর্মকর্তা মো: মুসলেহ উদ্দিন, মহিলা আওয়ামীলীগের সভাপতি মঞ্জুয়ারা বেগম প্রমুখ।
আলোচনা শেষে সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :