সর্বশেষ :

বিজয়নগরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন প্রেমিক-প্রেমিকা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ৭, ২০২১ । ১২:৪৩ অপরাহ্ণ
বিজয়নগরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন প্রেমিক-প্রেমিকা

বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:

বিজয়নগর উপজেলায় চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহ্যা করেছেন শান্ত (২০) নামে এক তরুণ। শনিবার (৬ মার্চ) বিকেল তিনটার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শান্ত ওই গ্রামের হামদু মিয়ার ছেলে। এ ঘটনায় মাহমুদা (১৭) নামে আরেক তরুণী গুরুতর আহত হয়েছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। মাহমুদা একই গ্রামের মোরশেদ মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম জানান, শান্ত ও মাহমুদার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিকেলে বাড়ির সামনে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে একসঙ্গে ঝাপ দেয় শান্ত ও মাহমুদা। কী কারণ তাঁরা ট্রেনের নিচে ঝাপ দিয়েছে সেটি স্পষ্ট করে জানা যায়নি। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় শান্ত। এ ঘটনায় গুরুতর আহত মাহমুদাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। শান্তর মরদেহ তাঁর বাড়িতে রাখা হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সুত্রঃ দৈনিক সমাচার দর্পণ

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।