রাসেল ঈশ্বরদী প্রতিনিধিঃ
আজ ঐতিহাসিক ৭ই মার্চ ঈশ্বরদীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে। বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। বঙ্গবন্ধুর এই ভাষণকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।
দিবসের প্রথম প্রহরে পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাসের নের্তৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। এ সময় দলীয় নেতা-কর্মীরা ‘জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু ’ মূর্হমূর্হ শ্লোগাণ দেন।
রবিবার ৭ই মার্চ সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি.এম.ইমরুল কায়েস এর সভাপতিত্বে আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি,ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আকতার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল খালেক, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কুন্ডু , উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসমা খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাকিলা জাহান, উপজেলা কৃষি অফিসার আব্দুল লতিফ, সমাজসেবা অফিসার মাসুদ রানা, তথ্য কর্মকর্তা চন্দ্রা বিশ্বাস সহ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :