মাটিরাঙ্গায় ০৪ কেজি গাজাসহ আটক দুই, মোটরসাইকেল জব্দ


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ৫, ২০২১ । ১০:০৮ অপরাহ্ণ
মাটিরাঙ্গায় ০৪ কেজি গাজাসহ আটক দুই, মোটরসাইকেল জব্দ

ফারুক হোসেন, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ

মাটিরাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি),পলাশপুর জোনের সদস্যরা ৪ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করা হয়েছে।
জানা যায়, পলাশপুর জোনের ইন্টেলিজেন্স সেলের সদস্য ব্যাটালিয়ন আনসার মোহাম্মদ আলী আমজাদের তথ্যের ভিত্তিতে উদ্ধার অভিযান চালানো হয়।

প্রাপ্ত তথ্যসূত্রের ভিত্তিতে বিজিবি পলাশপুর জোনের ২ নম্বর গেইটে শান্তিপুর থেকে আগত একটি হুণ্ডা চেক করে ৪ কেজি ভারতীয় গাঁজাসহ মোঃ শাহাব উদ্দিন (৩৫) ও মোঃ ফারুক হোসেন (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় ১ টি প্লাটিনা মোটরসাইকেল (চট্টমেট্রো হ- ১৫-৭৪৫৯) নগদ ছয় হাজার তিনশত চুয়াল্লিশ টাকা ও ২ টি মোবাইল সেট আটক করা হয়।

তাদের পরিচয় তদন্ত করে জানা যায়, মোঃ শাহাব উদ্দিন চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলার ধুরুং গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে এবং মোঃ ফারুক হোসেন মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর গ্রামের মোঃ আবুল কাশেমর ছেলে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলি জানান, এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। দু’ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।