এম.আমিরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
গোটা দেশবাসীকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন, বর্ণাঢ্য জীবনের অধিকারী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম (এইচ টি ইমাম) বুধবার দিবাগত রাত ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।
তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য। কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি ১৯৩৯ সালের ১৫ জানুয়ারি টাঙ্গাইল শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা তাফসির উদ্দীন আহমেদ বি.এ. বি.এল. ও মাতা তাহসিন খাতুন। পিতার চাকুরির সূত্রে শৈশবে রাজশাহীতে অবস্থান এর্ রাজশাহীতেই প্রাথমিক শিক্ষা। পরবর্তীকালে লেখাপড়া করেছেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও কলকাতায়। ১৯৫২ সালে ম্যাট্রিক পাস করেছেন ঢাকা কলেজিয়েট হাইস্কুল থেকে। এরপর ভর্তি হন পাবনা এডওয়ার্ড কলেজে।
এখান থেকেই ১৯৫৪ সালে ইন্টারমিডিয়েট পাস করেন। এরপর ভর্তি হন রাজশাহী কলেজ এবং সেখান থেকে অর্থনীতিতে অনার্স সহ বি.এ. ডিগ্রী অর্জন করেন ১৯৫৬সালে। অতঃপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এ সময় তিনি প্রগতিশীল ছাত্র রাজনীতির সাথে বিশেষ করে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সম্পৃক্ত হয়ে পড়েন। ১৯৫৮সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিগ্রী অর্জন করেন। এরপর জীবিকার সন্ধানে তিনি রাজশাহী সরকারি কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে যোগ দেন। এ সময় তিনি পাকিস্তানে সিভিল সার্ভিস পরীক্ষায় অংশ গ্রহণ করেন। ১৯৬১ ব্যাচের সিএসপিদের মধ্যে তিনি ৪র্থ স্থান লাভ করেন এবং পাকিস্তান সরকারের উচ্চ পদে যোগদান করেন।
১৯৬৮ সালে তিনি লন্ডন স্কুল অব ইকনমিক্স থেকে ‘উন্নয়ন প্রশাসনে’ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেন। পরবর্তী কালে( সি.এস.পি) – অফিসার হিসেবে চাকুরীতে যোগদান করেন। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন মন্ত্রী পরিষদ সচিবের দায়িত্ব পালন করেন ১৯৭৬সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ এ দায়িত্বে নিয়োজিত ছিলেন। পরবর্তী কালে তিনি যোগাযোগ সচিবের দায়িত্বও পালন করেছেন। ২০০৯সালে ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সরকার গঠিত হলে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিয়োগ পান ( জনপ্রশাসন)। ২০১৪ সালে তাঁকে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন অকৃত্রিম, অন্তীম শ্রদ্ধায় গভীর শোক প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :