সর্বশেষ :

দৌলতদিয়ায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ৫, ২০২১ । ১০:২১ অপরাহ্ণ
দৌলতদিয়ায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

লুৎফর রহমান, গোয়ালন্দ রাজবাড়ীঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মহাসড়কে ডাকাতি প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলো, ফরিদপুর সদর উপজেলা ভাজন ডাঙ্গা গুচ্ছ গ্রামের মুন্জু বেপারীর ছেলে মো. রাকিব বেপারী (২১), রাজবাড়ী সদর উপজেলার বিলচাত্রার মো. বাচ্ছু মিয়ার ছেলে মো. রাজু মিয়া (২২), খানখানাপুরের মো. শাহাদতের ছেলে মো. সাগর (২২), রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া ১নং বেপারী পাড়া গ্রামের আজাহার সরদারের ছেলে মো. কাদের সরদার (৪৫), কিয়ামদ্দিন মন্ডল পাড়ার শুকুর মোল্লার ছেলে সুজ্জাল মোল্লা (২০),হোসেন মন্ডল পাড়া গ্রামের সুলতান ড্রাইভারের ছেলে রনি (৩০)।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাইপাস সড়ক সংলগ্ন ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে গাছের গুড়ি ফেলে ঢাকা খুলনা মহাসড়কের উপর ৩ মার্চ সোমবার দিবাগত মধ্যরাতে ডাকাতি প্রস্তুতির সময় তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ১টি রামদা, ৩ টি ছুড়ি, ১ টি লাইলনের রশি ও ১টি মাঝারি আকারের গাছের গুড়ি ও ১টি মাঝারি আকারের প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। ৫ জনকে গ্রেফতার করতে পারলেও বাকি আরো ৬/৭ জন দৌড়ে পালিয়ে যায়। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় ডাকাতি প্রস্তুত আইনে মামলা দায়ের করে আসামীদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। এবং ডাকাত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।